তুমি কেমন মুসলমান
নামাজ রোজা করছো না!
তুমি কেমন রোজাদার
মিথ‍্যে কথা ছাড়ছো না!
লোক দেখানো নামাজ পড়ো,
ঘুষের টাকায় জীবন গড়ো ;
হজ্জ করে যে হাজী
যাকাত ফেৎরা দিচ্ছে না,
কাজ কর্মে সে পাজী
লোভ লালসা ছাড়ছে না!