যতটা আক্ষেপ মনে ততটাই সুখ্,
দুঃখের সাগরে ভাসা জীবনের তরী,
স্নেহ মায়া দিয়ে মোরা পরিবার গড়ি ;
কাছে এলে প্রিয়জন ভুলে যাই দুখ্।
যত প্রেম তত ব্যথা আবেগ প্রবণ,
এলোমেলো কথা কাজে দিন চলে যায়,
শুভক্ষণ রয়ে যায় স্মৃতির পাতায় ;
ছলনার ভাবনাতে হারাই এ মন।
জীবনের বাঁকে বাঁকে কত অবিশ্বাস,
আবেগী হৃদয় সেথা প্রতারিত হয়,
আলোছায়া জীবনের সাথী হয়ে যায়;
মেঘলা আকাশ আর ঝড়ের আভাস,
ভালবাসা নিয়ে হয় কত নয় ছয়!
বিরহে সুখের ছায়া অলক্ষ্যে মিলায়।