সৃষ্টিকর্তা এক,
আছে যার বিশ্বাসী মন
তারা নয় নাস্তিক!


মানুষের মনকে
ছয় রিপু করছে তারা
মুক্তি যে তার নাই!


মিলন বাসরে,
দুটি মন কাছাকাছি
লাজে রাঙা বউ !


দাম্পত্য জীবন,
সুখ দুঃখের এক খেলাঘর-
প্রেমময় বন্ধন।


মানুষ মরণশীল,
জন্ম আর মৃত‍্যুর খেলা
বাঁচার আকুতি!


(স্বরবৃত্ত ছন্দ)
************
হাইকু জাপানী ভাষায় লেখা অতি সংক্ষিপ্ত ৫/৭/৫ মোরাস/ সিলেবল/শ্বাসাঘাত/মাত্রা বিন‍্যাসের তিন লাইনের কবিতা,
বাংলা ভাষায় জাপানী নিয়ম মেনে হাইকু লেখার জন‍্য স্বরবৃত্ত ছন্দই সবচেয়ে বেশী উপযোগী কারন এ ছন্দে শ্বাসাঘাতকেই প্রধা‍ন‍্য দিয়ে মাত্রা বিন‍্যাস করা হয়।
আসরে অন‍্যতম নিয়মিত কবি শাহ সাকেরুল ইসলাম কিছুদিন যাবৎ হাইকু লিখছেন তার এই প্রয়াসকে সাধুবাদ জানিয়ে আমার আজকের হাইকু গুলো তার প্রতি উৎসর্গ করলাম।