স্নিগ্ধ পরশ বুলায় ভোরের পবন,
পাখির কূজন শুনে বিমুগ্ধ শ্রবণ ;
বিমল আনন্দে মাতে মানব মনন,
মানব হৃদয়ে জাগে নব জাগরণ!

ধরাতলে কেন এই মানব জনন!
নর নারী মিলে হয় প্রেমের বপন,
গড়ে ওঠে পরিবার আলয় আপন,
ভালবেসে করে যায় হৃদয় হনন

ছলনায় দেখা দেয় বিরহ লগন,
না পাওয়ার বেদনায় হতাশা বরণ ;
চেনা মুখ দূরে গেলে কে রাখে স্মরণ,
আপন আলয় খোঁজে চকিত চরণ!

মানব জীবন এক বিচিত্র ভ্রমণ!
অবসান হয় তার আসিলে মরণ।