পরাজয়ে ডরে না বীর,
হতাশায় সে ছাড়ে না নীড় ;
যার অপরাধ যত বেশী,
শঙ্কা যে তার রাশি রাশি।
ন্যায়ের পথে চলতে হবে,
সত্য কথা বলতে হবে ;
সৎ সাহসী মানুষ যারা,
বিপদে হয় না আ্ত্মহারা।
অসৎ পথে চলে যারা,
দুর্নীতি হয় তাদের দ্বারা ;
পাপের বোঝা মাথায় নিয়ে,
চলে তারা সাধু হয়ে।
হিংসা করা ভাল কাজ নয়,
প্রতিহিংসায় হয় রক্তক্ষয় ;
অহংকারীর হবেই পতন,
মানবতার উড়াও কেতন।