ত্রিশ বছর একই সাথে পথ চলা,
একই ছাদের নীচে এক বিছানায়,
কত প্রেম বিনিময় বসে নিরালায় ;
কিছুটা দূরত্ব তবু নেই ছলা কলা।
জীবন যাপনে হয় কত কথা বলা,
তার কিছু অভিমান কিছু ভালবাসা,
সতত হৃদয়ে জাগে সুখময় আশা ;
প্রতিবাদী মন তার নয় সে অবলা!

বিশাল আকাশ জুড়ে সীমাহীন ক্লান্তি,
মধ‍্য বয়সে অন্তরে নামে অবসাদ,
এই বুঝি জীবনের শেষ অভিযান ;
দুটি মনে তাও দেখি আছে কত ভ্রান্তি,
ভুল বুঝে পেতে হয় বিরহের স্বাদ,
বিক্ষুব্ধ বেদনা লয়ে কাঁদে দুটি প্রাণ।