ভিন্ন পথ ভিন্ন মত কত দেখিলাম,
ভিন্ন কথায় হৃদয়ে জাগে বড় ভয় ;
নানা মুনি নানা কথা কত শুনিলাম,
আল্লাহ্’র পথ এক ভিন্ন কিছু নয় ।

আল্লাহ্’র দেয়া দ্বীন জানি ইসলাম,
ইসলামী বিধান মতে চালাই জীবন ;
অন‍্যথায় পেতে হবে তিক্ত পরিণাম,
বিফলে যাবে মোদের জীবন যৌবন।

যদি না পাও রহম বিধাতা আল্লার,
এ জগতে কেউ কারো হবেনা আপন!
পদে পদে বাধা পাবে করে শুদ্ধাচার,
আদর্শ মানো নবীর জীবন যাপন।

আল্লাহ বিহনে কারো রাখিও না টান,
জীবন চলার পথে রাখিও ঈমান।



দ্বীন (আরবী )-জীবন ব‍্যবস্থা
রহম (আরবী )- দয়া বা অনুগ্রহ