যেতেই যখন হবে তবে
কিসের এত ভয়?
যতই থাকুক বিত্ত অর্থ
চলেই যেতে হয়!
তবে কেন এত রঙ্গ
এত প্রত্যাশা,
যার তরে কত বিদ্বেষ
কত হতাশা।
অন্ধকারে হাতড়ে বেড়াই
ভালবাসার খোঁজে,
ছলনাতে হৃদয় পোড়াই
চোখ আনত লাজে।
যেতেই যখন হবে তবে
কিসের এত লাজ?
ভালবাসা দিয়ে যাব
এটাই আমার কাজ।
আর কতটা কষ্ট দেবে
করবে জ্বালাতন?
যাবার বেলা কাছে থেক
সকল আপনজন।