জেগে ওঠো জনতা,
গড়ে তোলো একতা।
ভেঙ্গে ফেলো ঐ অচলায়তন,
যেখানে প্রতারিত জনগণ।
যেখানে মানবতা বিতাড়িত,
সাম্যের বাণী যেথা তিরোহিত ;
গণতন্ত্রের পথ আজ রুদ্ধ,
বিবেক বিবেচনা নয় শুদ্ধ।
জেগে ওঠো জনতা,
আর নয় মৌনতা।
ভেঙ্গে ফেল শৃঙ্খল জুলুমের,
যেখানে বীজ বোনা শোষণের।
বিচারের নামে চলে প্রহসন,
অন্যায় অবিচার দুঃশাসন ;
ঐক্য গড়ে করো প্রতিরোধ,
নিতে হবে আজ প্রতিশোধ।
জেগো ওঠো জনতা
নিয়ে সত্যের বার্তা।