গাজার বুকে শিশুর কান্না
আর তো প্রাণে সয় না,
নারী পুরুষ বৃদ্ধ যুবা
কেউ তো বাকী রয় না।
ইসরাইলীদের বর্বরতায়
চলছে গণহত‍্যা,
বোমা মেরে করছে ধ্বংস
ফিলিস্তিনি সত্ত্বা।
মিথ‍্যে অপবাদে মুসলমানদের
বানিয়েছে জঙ্গি,
আরব বিশ্ব বুঝেও বোঝে না
ইহুদি ওদের সঙ্গী।
বিবেক হারা মধ‍্য প্রাচ‍্যের
রাষ্ট্র প্রধান গন,
মুসলমানের জীবন যায়
গলে না তাও মন!
লক্ষ কোটি ডলার খরচ
করে বিনোদনে,
ফিলিস্তিনি শিশুর ক্ষুধায়
দয়া হয়না মনে!
দলে দলে বিভক্ত আজ
সকল মুসলমান,
সেই সুযোগে ইসরাইলিরা
নিচ্ছে তাদের প্রাণ।