আমি বৃষ্টি খুব পছন্দ করি,
বৃষ্টি,ঝরে পড়া মেঘের কণা
টিপ টিপ কিংবা অঝোর ধারায়
ভাল লাগে, দেখি তারে চোখ ভরি।
কিন্তু যখন হয় দীর্ঘ বজ্র বৃষ্টি,
সাথে এলোমেলো ঝড়ো হাওয়া
কত অনাসৃষ্টি ;
তা ও ভাল লাগে আমার!
তখন আমি একা বসে থাকি
একটি নীরব মোবাইল ফোনের পাশে,
হয়তো এখনই বেজে উঠবে রিং টোন
ও পাশ থেকে ভেসে আসবে গান,
আজি এ গহিন বরিষণে
এসো প্রেম করি দুই জনে...
মেঘ বালিকারা উড়ে উড়ে যায়
দখিনা বাতাস লাগিয়ে গায়,
বসে আছি প্রত্যাশা লয়ে
ওরা নামবে যখন বৃষ্টি হয়ে,
নামবে সে অঝোর ধারায় ;
ভিজবে আমার শুষ্ক তনু মন!