সত্য পথের পথিক ওরে
কিসের ভাবনা,
জ্ঞানের আলো জ্বালিয়ে দিলে
মিলবে সান্ত্বনা।
সত্য কথা বলার বাসনা
ধরায় কাঁপন,
মিথ্যে আজকে সবার কাছে
হয়েছে আপন।
কথায় কথায় মিথ্যে বলে
সফল মানুষ,
সত্যবাদী যুধিষ্ঠির আজ
হারিয়েছে হুশ!
সত্য কথা বলতে যেয়ে সে
হলো চক্ষুশূল,
মিথ্যুকেরা কংস মামা সাজে
বাঁধে হুলস্থুল!
যুদ্ধ যুদ্ধ খেলছে সবাই
সত্য মিথ্যা লয়ে,
বিশ্বময় চলে ধ্বংসলীলা
দুঃখ আনে বয়ে।
মানব জীবন আজ শুধু
মিথ্যে দিয়ে গড়া,
সত্য শুধু মুখের কথায়
কাজে মিথ্যে ভরা।
মিথ্যে রাজার মিথ্যে চাষের
করো প্রতিবাদ,
ওঠো সবে জাগো সত্যবাদী
কেটে যাবে রাত।