যখন আমি সরকারী অফিসে বড় পদে চাকরি করতাম
তখন অনেকে আমার খোঁজ খবর নিত,
সামনে না আসলেও অনেকে ফোনে হাই হ্যালো করতো,
অনেকে অফিসে দেখা করতে আসতো তবে শুধু
কুশল বিনিময় নয়, অধিকাংশ আসতো চাকরির
সুপারিশ বা তদবির করতে,অনেকে আবার
আর্থিক সাহায্য চাইতে ও আসতো।
আমি তাদের জন্য যথাসাধ্য চেষ্টা করতাম কিছু করতে
তবে দুর্নীতি বা অন্যায়ের পথে নয়, তাই অনেকের
প্রত্যাশা পূরণ করতে পারিনি, অনেক কে ফিরিয়ে দিয়েছি
আমার অক্ষমতা জানিয়ে,
তারা সবাই আমাকে ভুল বুঝেছে, কেউ আমাকে
মিথ্যেবাদী ভেবেছে, কেউ অহংকারী, স্বার্থপর ইত্যাদি ইত্যাদি....।
আমি এই অপবাদ গুলো সইতে পারি না,
আগে ও পারতাম না এখন ও না।
যখন আমার ক্ষমতা ছিল আমি তার অপব্যবহার করিনি
আর সেটাই ছিল আমার বড় অপরাধ!
আমার আত্মীয় আমার বন্ধুরা আমাকে এড়িয়ে চলতো
অন্যায়কে প্রশ্রয় দেই নি বলে আমাকে বার বার
ও এস ডি করা হয়েছে, বসের অন্যায় আবদার শুনিনি
তাই বার বার মফঃস্বল বদলী করা হয়েছে!
আমার পরিবারের অনেকে আমাকে এ যুগের অচল মাল
বলে গালমন্দ করতো, আমি তখনও একা ছিলাম আর
এখনও একা ই আছি, আগে চাকরী ছিল
এখন বেকার, ও এস ডি নয় পুরোপুরি অবসর!
আমার নতুন নামকরণ হয়েছে - বেকার
জগদ্দল পাথর!