কোরান হাদিস পড়বো নিজে
অন্য কিছুর কি দরকার?
বিবেক দিয়ে করবো যাচাই
দলাদলি চাই না আর।
ঈমান যদি থাকে দিলে
এত কেন ভাবছো ভাই,
নামাজ রোজা হজ্জ যাকাতে
জীবনটাকে গড়া চাই।
সত্য ন্যায় আর সাম্য যে ভাই
ইসলামের মূল কথা,
হিংসা বিদ্বেষ মুনাফেকি
মুসলমানের নয় প্রথা।
মানব প্রেমের বাণী লয়ে
মুহাম্মদের আগমন,
বেলাল নামের ক্রীতদাসের
দিলেন তিনি মুক্তিপণ।
বর্বরতা অশ্লীলতায়
নিমজ্জিত আরব দেশ,
নবী এলো ধরার বুকে
সব অনিয়ম করতে শেষ।
মানবতার কাণ্ডারী সে
আলোর পথের দিশারী
খোদার দেয়া বিধান মেনে
এসো জীবন গড়ি।
*****
এই কবিতাটি আসরের প্রিয় কবি ও ছড়া কার শ ম শহীদ এর আমিও মুসলমান কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে রচনা করেছি তাই কবিতাটি প্রিয় কবিকে উৎসর্গ করলাম।