যে রয়েছে বক্ষ মাঝে সে কেন দেয় ধোঁকা?
তার কারনে জীবন আমার হলো আঁকাবাঁকা!
তারে আমি আপন ভেবে বনে গেলাম বোকা,
যে রয়েছে বক্ষ মাঝে সে কেন দেয় ধোঁকা!
বুঝিনি সে ছিল যে এক কুহকী ইন্দ্রজালিকা,
শুধু নিখাদ প্রেমে তারে যায় নি ধরে রাখা ;
যে রয়েছে বক্ষ মাঝে সে কেন দেয় ধোঁকা?
তার কারনে জীবন আমার হলো আঁকাবাঁকা!