খুলে দাও আজ সকল বদ্ধ দুয়ার ,
দোলা লাগে প্রাণে হিমেল হাওয়ার ;
উষ্ণতা নেই আছে মৃদু শীতলতা ,
হেমন্ত আসে লয়ে বিপুল স্নিগ্ধতা ।
হেমন্তের ভোর শিশির সিক্ত ঘাসে ,
ঝিক্ মিক্ করে সোনালী রোদ হাসে ;
স্বচ্ছ সাদা মেঘের ভেলা আকাশে,
শিউলি ঝরে শিশির ভেজা ঐ ঘাসে ।
পাকা ধানের সোঁদা গন্ধে ভরেছে মন ,
কৃষকের চোখ দেখে শুধু সুখের স্বপন ,
আজ নবান্নের উৎসবে হই মাতোয়ারা ,
গ্রামবাংলায় বয় হাসি গানের স্রোতধারা ।