হে আমার প্রিয় নারী!
আজও আমার হলোনা জানা
সত্যি কি ভালবাসো আমায়?
আমি মুগ্ধ তোমার রূপের মোহে
রচি নীড় মিলে দোহে,
তবু মনে হয় সবটুকু পাইনি তোমায়!
কখনও তুমি তৃপ্ত করো রসনায়,
কখনও বাঁধো আমায় যৌন তায় ;
অভিমানে চোখের জলে শীতল করো মন,
কখনও আবার হারিয়ে যাবার ভয় দেখিয়ে
করো ইমোশনাল ব্লাকমেইল!
উপলব্ধিতে জাগে দ্বন্দ্ব কতটা প্রেম না কি
সবই ছলনা তোমার আমায় ঘিরে!
ওগো প্রিয় নারী
আজো কেন দ্বিধা তব মনে
যদি ভালবাসো মোরে?