নবুয়তের দায়িত্ব পেল ইব্রাহিম,
আল্লাহ দিলেন তারে সত্য দিব্য জ্ঞান,
সব ক্ষমতার উৎস আল্লাহ মহান ;
একক উপাস্য তিনি ক্ষমতা অসীম।
নবী ইব্রাহিম করে তারই প্রচার,
দলে দলে মানুষেরা হয় অনুসারী,
হয়না ওরাই যারা মূর্তির পূজারী ;
রাজা নমরুদ আর পিতাজী আযার।
নমরুদ নিজে নেয় খোদার আসন,
দাবী করে সে ই বিশ্বে সর্ব শক্তিমান,
মশার কামড়ে মরে বড় শয়তান ;
মানব সেবায় দেয় ইব্রহিম মন।
তার হাতে গড়া ঐ মক্কার কাবাঘর,
শেষ নবী মুহাম্মদ তার বংশধর।