ইরাকের বসরার বাবেল শহর
তার পাশে বয়ে যায় শাতিল আরব,
ক‍্যালেডিয় জাতির সে প্রাচীন নগর
জন্মে সেথা ইব্রাহিম মহান মানব।

তখন সেখানে রাজা ছিল নমরুদ
সে ছিল মানুষ রূপী হিংস্র দানব,
মানতো না আল্লহকে পাপে ছিল বুদ
মূর্তি পূজা করে তারা নক্ষত্রই সব।

প্রতিবাদে ইব্রাহিম দিলেন ঘোষণা
আল্লাহ্ ব‍্যতিত কেউ উপাস‍্য তো নেই,
মানলো না তার জাতি পেল সে যাতনা
আগুনে পোড়ায় যারা ঘৃণা তারে দেই।

কুদরত দেখালেন আল্লাহ মহান,
আগুন নিভে হয়েছে ফুলের বাগান!