মাটির নির্যাস থেকে মানব সৃজন,
মানবের পাঁজরের হাড্ডি দিয়ে নারী ;
আদম হাওয়া রূপে জান্নাতে ভ্রমণ,
আল্লাহর সেরা সৃষ্টি সত‍্য অনুসারী।
ফেরেশতা আজাজিল মানেনি সে সত‍্য,
অহংকার করাতে সে ইবলিশ হলো ;
মানুষকে পথভ্রষ্ট করা তার ব্রত,
আদম হাওয়াকে সে ভুল পথে নিলো!

নিষিদ্ধ ফল ভক্ষণে হারায় জান্নাত,
নেমে এলো পৃথিবীতে পিছে শয়তান ;
আদম হাওয়া কেঁদে করে মোনাজাত
আল্লাহ্ বলেন মানো আমার বিধান,
শয়তানের হাত থেকে বেঁচে পথ চলো,
মুক্তি পেতে লা ইলাহা ইল্লালাহ্ বলো।



***
পবিত্র গ্রন্থ আল কোরআন ও হাদিসের আলোকে কবিতাটি রচনা করা হয়েছে।
ইবলিশ - শয়তান,