হায়রে ভোলা
চাঁচাছোলা
রসের গোলা
থাকলো তোলা।

বেকার ছেলে
কি যে পেলে
আগুন জ্বেলে
হেসে খেলে।

হায়রে পোলা
আপন ভোলা
হৃদয় খোলা
দিচ্ছে দোলা।

পায় না খুঁজে
নিজের বুঝে,
জীবন যুঝে
শান্তি খুঁজে।

হায়রে ভোলা
কাজের পোলা,
আর না ঝোলা
কাচা মূলা।