স্বাধীনতা মানে লুটপাট আর
বিরোধীদের দমন,
স্বাধীনতা মানে স্বৈরাচার
ইচ্ছে মত শোষণ!
স্বাধীনতা মানে সিন্ডিকেট
এক তরফা মুনাফা,
ভূমি দস্যুর ভূমি দখল
গরীবের দফারফা!
যেমন খুশী তেমন সাজো
সবাই এখন স্বাধীন,
এমন সময় থেকো না আর
অন্য কার ও অধীন।
যে যার মত করো কাজ
চাঁদাবাজী দুর্নীতি,
ক্ষমতাটাও করো দখল
ভুলে সকল ন্যায়নীতি।
স্বাধীনতার মানে কি আজ
নতুন করে জানবো,
ভাইয়ে ভাইয়ে করবো বিবাদ
ভাইয়ের রক্তে খেলবো।
স্বাধীনতার মানে যদি
লুটতরাজ আর নির্যাতন
দেশের মাটি লজ্জা পাবে
সইবে কত জ্বালাতন!