দরগাহ্ মাজার ঘুরে বেড়াও
নামাজ পড়ো না,
দয়াল খোদার গুন গাও তুমি
ঈমান আনো না!
যাকাত ফেতরা দেয়ার কথা
মনেই করো না,
সাম্যবাদের কথা বলো
রোজা রাখো না!
ঈমান তোমার কেমন কাঁচা
করছো শুধু শিরিক,
মুখোশ পড়ে ঘুরে বেড়াও
ধিক্ তোমাকে ধিক্!
হজ্জ করে হাজী হলে
লোভ তো কমে না,
দু নম্বরী ব্যবসা করো
হাত তো কাঁপে না!
মুসলমানের লেবাস পড়ো
কোরান পড়ো না,
জেনে বুঝেও নবীর দেয়া
বিধান মানো না
*****
যাকাত ফেতরা- দান করা
শিরিক > শিরক – কাউকে এক আল্লাহর সমকক্ষ মনে করা
লেবাস - পোষাক