লুটেরাদের লুটপাটে ভাই
দেশটা আছে ভালই!
কি আসে যায় দ্রব্যমূল্য
বাড়ে বাড়ুক যতই।
কেহ আবার বিদেশ থাকে
টাকার পাচার কারী,
দেশ দরদীর ভাবখানা যার
সেও মুখোশধারী।
বেগম পাড়ায় বাড়ি ওদের
যেন শ্বশুরবাড়ি,
যখন তখন বায়না ধরে
কিনতে দামি গাড়ি।
সেই টাকাটা পাচার হয়
ঋণের টাকা থেকে,
শাক দিয়ে মাছ ঢাকবে কত
অন্তরে বিষ রেখে!
দেশের মানুষ না খেয়ে রয়
তাতে ওদের কি?
আমলা মন্ত্রী মিলেমিশে
খায় যে ঘাওয়া ঘি!
দেশটা এখন ওদের কাছে
বিনিময়ের পণ্য,
ইচ্ছে মত বিক্রি করে
আহা ধন্য ধন্য!