মানুষ হয়ে মানুষেরে করছো নির্যাতন,
নিজে ভাল থাকবে বলে এত আয়োজন!
কথায় কথায় মিথ্যে বলো দেখাও অহংকার,
শক্তি বলে নিজের মুঠোয় নাও জগৎ সংসার।
দুর্বল যারা গরীব দুঃখী সইছে অনাহার,
তাদের কথা ভাবছে না কেউ নেয় না দায়ভার ;
মানুষ রূপী হায়নারা আজ লুটেপুটে খায়,
দেশের টাকা অবলীলায় পাচার হয়ে যায়।
উন্নয়নের জোয়ারে আজ সারা দেশ হাসছে,
কেমন করে বুঝাই ওরে ঋণ ই শুধু বাড়ছে ;
নীতির কথা নৈতিকতা শুধুই মুখের কথা,
বাস্তবে তার লেশমাত্র নাই আছে কপটতা।
পাপের ঘড়া পূর্ণ করে খুঁজছো তুমি সুখ?
দিনের শেষে দেখবে তুমি সব হারাবার দুখ্!