আমায় নিয়ে ভাবতে হবে না আর,
যে ভাবে রঙ ছড়ালে বেদনার ;
ভালবাসতে হবে না,
কাছে আসতে হবে না ;
বলি তোমায় কাঁদতে হবে না আর।

প্রেমের কথা শোনতে হবে না আর,
খুঁজবে না আর উত্তাল সমুদ্র পার ;
হতাশা ছুঁয়েছে হৃদয়,
সবিতা হয়নি উদয় ;
জানি হঠাৎ থামবে জীবন পারাপার।

নক্ষত্রের খসে পড়া দেখেছো?
আলোহীন নিষ্প্রভ হতে দেখেছো!
অমন নক্ষত্র মূল‍্যহীন,
করুণায় বাঁচা অর্থহীন ;
জানিনা কেন আমায় মনে রেখেছো!



*  সবিতা অর্থ সূর্য