হাত বাড়িয়ে দাও সকলে হাত বাড়িয়ে দাও,
বানভাসি সব মানুষেরে আপন করে নাও ;
যার যা আছে তাই নিয়ে আজ পাশেতে দাঁড়াও,
ধনবানরা ত্রাণ সামগ্রী ওদের হাতে দাও।

উজান থেকে আসছে ধেয়ে পানির স্রোতধারা,
ঘর বাড়ি সব ডুবলো বানে জীবন সর্বহারা,
গরু ছাগল হাস মুরগিও ভাসলো বানের জলে,
ক্ষেত খামারের ফলফলাদি এখন জলের তলে।

বাঁচতে ওরা চেয়ে আছে তোমার মুখপানে,
সহমর্মিতা পাবে ওরা তোমার দেয়া দানে।




* কবিতাটি সকল বানভাসি মানুষের প্রতি উৎসর্গ করলাম,
আসুন আমরা সবাই বন‍্যাদুর্গত এলাকার মানুষের পাশে দাড়াই।