গভীর রহস‍্যময় মানব হৃদয়,
কভু দেয় ভালবাসা কভু ভাঙ্গে মন ;
স্নেহ মায়া বুকে লয়ে বাঁচে কত জন,
হারাবার ভাবনায় প্রাণে জাগে ভয়।

মনের গভীরে যদি প্রেম জেগে রয়,
কেউ কি পারে সে কথা রাখতে গোপন?
অবিরত খুঁজে যায় কে তার আপন,
প্রিয়জন হয়ে তারা করে মন জয়।

মায়ার বাঁধনে বাঁধা মানব জীবন,
ছলনায় ভেঙ্গে যায় সুখের স্বপন ;
বিরহের ছায়া পড়ে হৃদয়ে তখন,
জীবন ধারণে আনে তা ছন্দপতন।

মোহময় ভাবনার হয় অবসান,
হারাবার যাতনায় কাঁদে মন প্রাণ।
অভিযাত্রিক-২০২৪