তিলকে করো তাল
ভুয়া তথ‍্যের কাহিনী
ছড়াচ্ছো বিদ্বেষ!

বাংলাদেশে আজ
জাত ধর্মের নাই ভেদাভেদ
সমান অধিকার।

এখন এখানে
ধর্ম কর্ম করা যায়
মুক্ত চিন্তাতে!

সন্দেহ করো?
কাছে এসে দেখে যাও
গল্প নয় মোটেও।

বন্ধু যদি হও
হিংসা বিদ্বেষ ভুলে হও
সৎ প্রতিবেশী।