যতই করো ছল চাতুরী যতই করো বাহানা,
দেশের মানুষ বুঝে গেছে সবই তোমার ছলনা ;
মিষ্টি কথায় ভুলিয়ে মোদের দিলে কত যাতনা,
গোলক ধাঁধায় রাখবে কত সেই কথাটি বলো না!
বলেছিলে গর্ব করে দুর্নীতি কেউ করবে না,
দিয়েছিলে আশা মোদের দুঃখ কষ্ট থাকবে না ;
হাতে যখন ক্ষমতা পাও মোদের কথা ভুলে যাও,
ন্যায্য পাওনা পাইনা মোরা সবই তোমরা লুটে খাও।
কত স্বপ্ন দেখি এ দেশ হবে সোনার বাংলা,
ভাঙ্গে স্বপন কর্ম দিয়ে রাজা মন্ত্রী আমলা ;
আজকে এদের রুখতে হবে গড়তে হবে ঐক্য,
নেতার হাতে ন্যায়ের দণ্ড দেখাই মোদের লক্ষ্য।