সুখের আশায় ধনী নারীর
স্বামী হতে যেওনা,
ধনীর বেটি বউয়ে র হাতে
ঝাঁটা পেটা খেওনা।
মজা ভেবে কেন তুমি
হতে গেলে ঘরজামাই ?
শাশুড়ি বউ শালী মিলে
করছে এখন রামদোলাই !
বন্ধু এখন একা বসে
ভাবছি তোমার কথা,
ভাল থাকার এই নমুনা
প্রাণে জাগায় ব্যথা।
হাটাচলা কথা বলায়
নেই যে স্বাধীনতা,
খাঁচায় পোষা পাখি যেমন
শুধুই পরাধীনতা।
চাইলেই তুমি পাওনা খেতে
পোলাও কোর্মা জর্দা,
একটু হাসলে বউ তোমারে
বানায় আলু ভর্তা।