মনে অনেক দ্বন্দ্ব দেখে ভুলেছি আজ ছন্দ,
আমার সকল ভালবাসা হয়ে গেল ব্যর্থ ;
বন্ধু স্বজন অর্থ প্রেমে হয়ে গেছে অন্ধ,
মনে অনেক দ্বন্দ্ব দেখে ভুলেছি আজ ছন্দ!
ভাল কথাও তিতা লাগে সময় এখন মন্দ,
আপনজনের আশ মেটেনা না থাকাতে অর্থ;
মনে অনেক দ্বন্দ্ব দেখে ভুলেছি আজ ছন্দ,
আমার সকল ভালবাসা হয়ে গেল ব্যর্থ।