ইচ্ছে করে বার বার ফিরে যাই
আমাদের ছোট্ট সে গাঁয়ে
যেখানে প্রথম আমি হাঁটতে শিখি
নিজেই হাঁটি হাঁটি পায়ে ।
সেখানে দেখি লাউয়ের ডগায়
ফড়িং এর ছোটা ছুটি
রোদেলা ভর দুপুরে ছেলেরা
নদীতে খায় লুটুপুটি ।
মানুষ ছিল অনেক ভাল
ছিলনা তো স্বার্থের টান,
বিপদ এলে কারও সেথায়
কাদতো যে সবার প্রাণ ।
খেলার মাঠে বিকেল হলেই
তারুন্যের মিলন মেলা,
কিশোর যুবা খেলতো সেথায়
দেশী ও ভিনদেশী খেলা ।
দিন বদলের দোলাচালে
বদলে যায় গ্রামের জীবন,
মন চায় আবর ফিরে পেতে
স্মৃতিময় সেই দিনক্ষন ।