সদ্য ফোটা ফুল গুলি আজ
পড়লো কেন ঝরে?
বিদায় নিলো ওরা মায়ের
আঁচল শূন্য করে।
ন্যায্য পাওনা আদায় করতে
জীবন দিতে হলো,
মিথ্যে কেন রাজাকারের
দোহাই তোমরা তোলো?
ক্ষমতা যার আছে তারা
করে অহংকার,
প্রতিবাদ যে করে তারে
বলে রাজাকার!
নিয়মতান্ত্রিক আন্দোলনকে
করলি সহিংস,
বিশ্ববাসী দেখলো তোরা
কতটা হিংস্র!
ছাত্র আন্দোলনে আজকে
যারা জীবন দিয়েছে,
আল্লাহর দরবারে তারা
শহীদের মান পেয়েছে।
রচনা: ১৮/০৭/২২৪