ফুলের কলি উঠলো জেগে ভোরের আলোক মালায়,
প্রেমের পরশ মাখবে তারা গভীর ভালবাসায়,
তাই না দেখে ভ্রমর অলি আসলো দলে দলে ;
ফুলের রেণু ছড়ায় অলি মধু লোটার ছলে।
রূপ দেখে আর মধু লোভে অলি র আনাগোনা,
গুন গুনিয়ে গান শুনিয়ে হয় গো জানাশোনা;
সুগন্ধ আর রূপবিভায় ফুলেরা কাছে টানে,
কাছে থাকার বাসনা তৃষা জাগে অলি র প্রাণে
রৌদ্র তাপের তীব্র দহন ফুলেরা হারায় রূপ
সাঁঝ বেলাতে ঝর ঝর বিরহে নিশ্চুপ ;
সকালে যে ফুল ফুটেছে বিকেলে যায় শুকায়ে,
অলি রা আর রয় না কাছে আড়ালে রয় লুকায়ে।