কতটা পথ পেরিয়ে এসেছি
জীবনের যাত্রা পথে
ফিরিবার পথ নাই!
কত দুর্গম গিরি মরু প্রান্তর
পেরিয়ে এসেছি তাই
ফিরিবার পথ নাই!
কত সাগর মহাসাগর পাড়ি দিয়েছি
এসেছি আনন্দ উৎসবে
ফিরিবার পথ নাই!
কত গহীন অরণ্য, ফসলের মাঠ
হাটতে হাটতে করেছি পার
ফিরিবার পথ নাই!
ফিরতে হলে মৃত্যুকে আলিঙ্গন
করতে হবে নীরবে
আমি তো মৃত্যু চাইনা ;
ফিরতে ও চাইনা হারানো নিকুঞ্জে
যেখানে হয়েছে প্রেমের বলিদান!
আমি শুধু মুক্তি চাই
মুক্তি চাই আমার সকল ব্যর্থতার
অন্তর্দহন থেকে।
কে দেবে আশ্রয়
যার কাছে পাবো সুখ;
দু’দন্ড কথা বলে
ভুলে যাব সব দুখ।