কথা ছিল ফিরে আসবে
ফিরে তো আর এলে না,
বলেছিলে ভালবাসবে
সে কথা ও রাখলে না!
চোখের আড়াল হতেই তুমি
ভুলেছো আমায়,
মিথ‍্যে আশার ছলনাতে
পোড়ালে হৃদয়।
যখন ছিলে কাছাকাছি
বেঁধেছিলে বাহুডোরে,
প্রেমের আবেগ বুকে লয়ে
নীরবে এলে অন্তঃপুরে।
সেই তুমি আজ কেন দিলে
দহন জ্বালা বিরহের,
কেন তুমি হারিয়ে গেলে
বাড়িয়ে ব‍্যথা অন্তরের।