হাত ধরে মোরে তুমি কোথা নিয়ে এলে !
ওগো মোর প্রাণ সখী ভালবাসি বলে ;
ছিলে তুমি দূরে দূরে ছলনার ছলে,
আজ কেন ধরা দিয়ে আপনার হলে?
আমি তো ছিলাম ভাল একা নিরজনে ,
তোমার বিরহে সদা ব্যথা নিয়ে মনে ;
আকুল হইলে মন কেঁদেছি গোপনে ,
কেন তুমি ফিরে এলে আজ এই ক্ষণে !
কিছু আর বাঁকি নেই তোমাকে দেয়ার,
সব জেনে কেন কাছে আবার টানলে ?
নিঃস্ব আমি কষ্ট বুকে সব হারাবার ;
ভাঙ্গা মনে প্রেম কেন ফিরিয়ে আনলে?
প্রেয়সী তোমারে আজ কাছে পেয়ে তাই
বিরহ ব্যথা ভোলার সুখ খুঁজে পাই।