প্রাণে সবার রঙ লেগেছে
ফাগুন এলো বলে,
কুহু কুহু ডাকে কোকিল
প্রেম ভাবনার ছলে।
শীতের শেষে আসলো ধরায়
বসন্তের হাতছানি,
ফাগুন দিনে আগুন জ্বেলে
ছড়ায় প্রেমের বাণী।
গাছের শাখায় কচি পাতা
মৃদু হাওয়ায় দুলছে,
ফুল কলি রা উঠলো হেসে
প্রেমিক হৃদয় খুলছে।
শিমুল পলাশ কৃষ্ণচূড়া
রঙের খেলায় মাতছে,
দিকে দিকে প্রেম পিয়াসী
ভালোবাসায় ফাঁসছে।