তোমার আমার মাঝে কত জানাশোনা,
তবু কেন অবিশ্বাস করে আনাগোনা!
তোমায় নিয়ে এঁকেছি প্রেমের আল্পনা,
না করে আর দিও না বিরহ যাতনা।
প্রেমের রঙ মাখাতে কেন তুমি এলে?
ভালবেসে আলিঙ্গনে দিলে হাত মেলে,
কেন আবার আমায় দিচ্ছ দূরে ঠেলে!
ভালবাসো যদি তবে যাচ্ছো কেন ফেলে?
তোমার ছোঁয়ায় অঙ্গে কাঁপন ধরেছে,
তুমি নেই কাছে মোর ভাবতে চাই না ;
ছলনার ঘূর্ণ পাকে হৃদয় ভেঙ্গেছে,
বিজন বিরানে একা থাকতে পারি না!
দূরে থেকে আজ আর দিওনা নিরাশা,
তুমি রবে কাছে মোর এতটুকু আশা।