যার হৃদয়ে বাঁধা এ মন
সে দিলো না সাড়া,
ভালবেসে তারে আমি
হলাম পাগলপারা!
আমি যারে ভালবাসি
সে আমায় চায় না,
ভাঙ্গা এ মন জোড়া দিতে
কাছে কেউ রয় না!
মনটা আমার ভেঙ্গে চুরে
যায় সে চলে দূরে,
জ্বলে আগুন ধিকি ধিকি
আমার হৃদয় জুড়ে!
ব্যর্থ প্রেমের এত জ্বালা
বুঝিনি তা আগে,
হারিয়ে প্রেম আজ বুঝেছি
কষ্ট কেন লাগে।