ভাল কাজে ভয় পেলে,
কখনও কি জয় মেলে?
ভাল কাজের ফল
আত্ম তৃপ্তির বল।
যে যাই বলুক ভাই
ভয়ের কিছু নাই ;
ন্যায়ের পথে চলো
সত্য কথা বলো।
হিংসা ভুলে সাম্য গড়ো,
এসো মানব সেবা করো।
মন্দ কাজে নাই শান্তি
পদে পদে হয় ভ্রান্তি,
বিনা মেঘে বজ্রপাত
ভয় শঙ্কায় কাটে রাত।
আকাশ কুসুম ভাবনা
মন কে বলো আর না,
আলোয় যাবে ভরে
প্রেমের পথটি ধরে।
ভালবাসার বিকল্প নাই,
ভালো কাজে উদ্বৃত্ত চাই।
কাজের কথা বলি
সঠিক পথে চলি,
এসো করি পণ
শক্ত করে মন!
সত্য কথা বলবো
ন্যায়ের পথে চলবো,
এমন যদি হয়
থাকবে না আর ভয়।
এসো সবাই মিলেমিশে
শান্তি আনি মোদের দেশে।