একটি বিজয়ের গান গাওয়া হবে, তাই
কত আয়োজন কত তার প্রস্তুতি,
বায়ান্নর ভাষা আন্দোলন,
বাষট্টির শিক্ষা আন্দোলন,
ছেষট্টি ছয় দফার আন্দোলন,
ঊন সত্তরের গণঅভ‍্যুত্থান,
একাত্তরের সাতই মার্চে বঙ্গবন্ধুর ঘোষণা,
অসহযোগ আন্দোলন,
পঁচিশে মার্চের রাতে পাক হানাদারদের
পৈশাচিক হত‍্যাযজ্ঞ!
ছাব্বিশে মার্চ মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা,
তারপর যুদ্ধ আর যুদ্ধ নয় মাসের যুদ্ধ,
কখনও গেরিলা কখনও সম্মূখ সমর।
ত্রিশ লক্ষ শহীদের রক্ত দুই লক্ষ মা বোনের ইজ্জত,
অবশেষে এল প্রতিবেশী ভারতের সামরিক সাহায‍্য ;
মুক্তিবাহিনী আর ভারতীয় বাহিনীর যৌথ আক্রমণে
হার মানলো পাক হানাদার ও তাদের এ দেশীয় দোসরেরা
ষোলই ডিসেম্বর ১৯৭১,
মুক্ত হলো দেশ উড়লো বিজয়ের পতাকা!
গেয়ে ওঠে সকলে সেই গান, বিজয়ের গান!
জয় বাংলা, জয় বাংলাদেশের জয়।