বাঁধার প্রাচীর টুটবো মোরা
ঐক‍্য গড়ে তুলে,
দৃপ্ত পায়ে ছুটবো আজ
সকল বিভেদ ভুলে!

দেশ ও দশের উন্নয়নে
রাখবো অবদান,
স্বাধীন হয়ে বাঁচবো মোরা
যায় যদি যাক প্রাণ!

এসো দেশের কৃষক শ্রমিক
মেলাও হাতে হাত,
কর্মযজ্ঞে কাটাবো আজ
অমানিশার রাত।

শ্রমিক কৃষক শ্রম দেবে তাই
বাঁচবে অর্থনীতি,
রিজার্ভ চুরির দুর্নামেতে
মনে জাগে ভীতি!

অসম্মানের সে সব কথা
রাখবো না আর মনে,
দেশ গড়াতে করবো লড়াই
উচ্ছ্বসিত প্রাণে।