দু হাত বাড়িয়ে দুটি পা নাড়িয়ে
এসেছে সে এ ভুবনে,
মুখে দেখেছি তার নবীন হাসি
রবে তা অগ্রগমনে।
চেনা মানুষের ভিড়ে, ধরা বুকে
এসেছে নতুন প্রাণ,
অবহেলা নয় দিতে হবে ঠাঁই
গেয়ে আগমনী গান।
প্রভাতে আজ নবীন সূর্য হাসে
নব চেতনায় মেতে,
পুরাতন তাই দেবে পথ ছেড়ে
নবীন বরণ হতে।
এসেছে সে ফোটাতে নতুন ফুল
শুকনো পাতার ফাঁকে,
কেউ দিও না তারে দূরে সরিয়ে
দিও সাড়া তার ডাকে।
নতুনেরা আসে নিয়ে নব আশা
প্রবীণ দেবে ভরসা,
আকাশের চাঁদ নয় চায় পেতে
মায়াময় ভালোবাসা।