শিক্ষার্থীদের আন্দোলনে এসেছে বিজয়,
ছাত্র জনতা এক হয়েছে দূর হয়েছে ভয় ;
এ লড়াইয়ে মরলো কত জন,
তাদের জন‍্য কাঁদে সবার মন!
বিশৃঙ্খলা করছে যারা দালাল তাদের কয়।