শিশির ভেজা নরম ঘাসে
ফেলছি যখন পা,
রবির কিরণ এসে বলে
সামনে এগিয়ে যা!
এসেছে আজ নতুন বছর
নতুন স্বপ্ন নিয়ে,
নতুন আশায় বুক বেধে নে
প্রেমের সুধা পিয়ে!
ভুলে সকল হিংসা বিদ্বেষ
থাকবি মিলেমিশে,
জ্বালিস না আর ক্রোধের আগুন
প্রতিহিংসার বিষে।
জাগাবো আজ হৃদয় মাঝে
সুপ্ত ভালোবাসা,
দূর হবে সব বৈরিতা আজ
মনে জাগে আশা।
নতুন বছর নতুন আলোয়
উঠুক জীবন ভরে,
মানবতার আলো ফুটুক
সবার ঘরে ঘরে।