এলো মাহে রমাদান নিয়ে পয়গাম
সিয়াম সাধনা করে ত‍্যাগের মহিমা
করো বরণ, ধৈর্যের সাথে ইবাদত
করো রাত জেগে, বিনা বাক‍্যব‍্যয়ে।

এলো মাহে রমাদান নিয়ে পয়গাম
রহমত নেমে আসে খোদার আরশ
চুয়ে , পাপ পঙ্কিলতা হতে দূরে থেকে
দানের মহত্ত্ব লও দ্বিধাহীন চিত্তে।

এলো মাহে রমাদান নিয়ে পয়গাম
মাগফেরাত পেতে সবে হও দানশীল,
ভুলেও করো না কেউ দিনে পানাহার,
রাত জেগে নামাজে তে দাও মনযোগ।

এলো মাহে রমাদান নিয়ে পয়গাম,
নাজাতের তরে করো দোয়া মোনাজাত।

             *******

অমিত্রাক্ষর ছন্দে

মাহে – মাস
রমাদান - রমজান
পয়গাম – সংবাদ
রহমত – দয়া বা অনুগ্রহ
মাগফেরাত – ক্ষমা
নাজাত – মুক্তি
**