রোজার শেষে হাসি মুখে
উঠলো ঈদের চাঁদ,
কালকে হবে ঈদুল ফিতর
পোহালে এই রাত!
নতুন জামা পড়ে সবাই
ঈদগাহেতে যাবে,
ধনী গরীব এক কাতারে
দাঁড়িয়ে শান্তি পাবে!
ঈদের নামাজ পড়ে তারা
করবে কোলা কুলি,
হিংসা দ্বেষ ভুলে তারা
হাসবে প্রাণটা খুলি!
ফিরনি পায়েস পিঠা পুলি
যাবে পাশের বাড়ি,
একটি দিনের জন্য তারা
ভুলবে ঈর্ষা আড়ি।