ইলিশ
পদ্মার ইলিশ দেখতে ভাল
খেতেও মজাদার,
ইলিশ ছাড়া দুর্গোৎসবে
মনটা রবে ভার!
তাইতো দাদা ইলিশ পেতে
পাঠায় ঋণপত্র,
ইলিশ যাবে দাদার বাড়ি
আসবে কিছু অর্থ।
না দিলে কয় প্রতিহিংসা
দিলেও ঘ্যারাকল্,
শাঁখের করাত লইছে বরাত
উৎসবে যাই চল্!
দালাল
দালাল হয়ে হালাল করে
পেলাম কত টাকা,
ঋণের বোঝা চাপিয়ে দিয়ে
ছেড়ে এলাম ঢাকা।
বেগম পাড়ায় বাড়ি আমার
সিঙ্গাপুরে মল্,
সুযোগ বুঝে দেশ ছেড়েছি
কে ধরবে বল্!
আমার মত দেশ প্রেমিক
পাবে না আর খুঁজে!
দেশের টাকা পাচার করে
আছি চোখ বুঝে।
কবিতা দুটি আসরের সেরা ছড়া কার ও প্রিয় কবি শ ম শহীদ এর প্রতি উৎসর্গ করা হলো।